Tuesday, April 16, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

প্রচারে বেরিয়ে রাতের অন্ধকারে গৃহবধূর শ্লীলতাহানি বিজেপি প্রার্থীর! গণপিটুনি দিল গ্রামবাসী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রচারে বেরিয়ে এক গৃহবধূকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল হরিশ্চন্দ্রপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ৷ প্রতিবাদ করায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ও তাঁর ভাইপোকে বিজেপি প্রার্থীর বাউন্সাররা মারধর করে বলেও অভিযোগ ৷ যদিও বিজেপির অভিযোগ, এলাকার তৃণমূল কর্মীরাই দলীয় প্রার্থীকে হেনস্থা করেছে ৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার খাড়াগ্রাম এলাকায় ৷ ঘটনার পর দুই তরফই পুলিশে অভিযোগ করেছে ৷ খবর পেয়ে রাতেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস ৷ গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

গতকাল রাতে খাড়াগ্রামে প্রচারে যান হরিশ্চন্দ্রপুরের বিজেপি প্রার্থী মতিবুর রহমান ৷ সেখানে তিনি একটি বাড়িতে শৌচকর্ম করতে ঢোকেন ৷ ওই বাড়িতে তখন একা গৃহবধূ ছিলেন ৷ অভিযোগ, মতিবুর শৌচালয় থেকে বেরিয়ে ওই বধূর ঘরে ঢুকে পড়েন ৷ বিজেপিকে ভোট দিলে মোটা টাকা দেওয়া হবে বলে প্রলোভন দেন ৷ গৃহবধূ রাজি হননি ৷ যেহেতু তাঁর কাকাশ্বশুর তৃণমূলের পঞ্চায়েত সদস্য ৷ বাড়ির সবাই শাসকদলের কর্মী ও সমর্থক ৷ অভিযোগ, এরপরই মতিবুরসাহেব মহিলার শ্লীলতাহানি করেন ৷ এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মহিলার কাকাশ্বশুর মালিওর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মহম্মদ আলাউদ্দিন ৷ আলাউদ্দিন প্রতিবাদ করায় মতিবুরসাহেবের ব্যক্তিগত বাউন্সাররা তাঁকে এবং তাঁর ভাইপোকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ ৷ ঘটনার কথা চাউর হতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা ৷ মতিবুর রহমানকে তাঁর দেহরক্ষীরা ক্ষিপ্ত জনতার হাত থেকে কোনওরকমে উদ্ধার করে

গৃহবধূর অভিযোগ, “উনি বাথরুম যেতে চেয়েছিলেন ৷ বাথরুম থেকে বেরিয়ে আমার ঘরে ঢুকে যান ৷ বলেন, ওঁকে ভোট দিতে হবে ৷ পরিবারকেও ভোট দিতে হবে বিজেপিকে ৷ টাকার প্রলোভনও দেখান ৷ আমি জানাই, আমরা টিএমসি করি ৷ আমার কাকাশ্বশুর টিএমসির পঞ্চায়েত সদস্য ৷ অন্য দলকে ভোট দিতে পারব না ৷ এরপরেই তিনি আমার সঙ্গে অভব্য আচরণ করেন ৷”

মহম্মদ আলাউদ্দিন বলেন, “সেই সময় আমি বাড়িতে ছিলাম না ৷ খবর পেয়ে বাড়ি আসি ৷ প্রতিবাদ করি ৷ যে কোনও দলের প্রার্থী ভোটের প্রচার করতে পারেন ৷ প্রয়োজনে কারও বাথরুমেও যেতে পারেন ৷ কিন্তু পরিচিত না হলে কারও ঘরে ঢুকতে পারেন না ৷ তিনি আমাদের বাড়িতে এসে গৃহবধূর ঘরে ঢুকে পড়েন ৷ ভোট দিতে বলে বধূকে হেনস্থা করেন ৷ শ্লীলতাহানিও করেন ৷ আমরা এর প্রতিবাদ করায় তাঁর দেহরক্ষীরা আমাদের মারধর করে ৷ পোশাক ছিড়ে দেয়৷”

আলাউদ্দিনের আরও দাবি, “বিজেপির পক্ষে প্রার্থীকে হেনস্থা করার যে অভিযোগ তোলা হয়েছে তা ভিত্তিহীন ৷ ওদের প্রার্থী সবসময় ৭-৮ জন আগ্নেয়াস্ত্রধারী দেহরক্ষী নিয়ে ঘোরেন ৷ তাঁর কাছেই কেউ যেতে পারেন না ৷ তাই তাঁকে শারীরিকভাবে হেনস্তা করার প্রশ্নই ওঠে না ৷”

এই বিষয়ে বিজেপির হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রের অবজারভার অনিরুদ্ধ সাহা পাল্টা অভিযোগ করেন, “তৃণমূলের লোকজনই আমাদের প্রার্থীর সঙ্গে অভব্য আচরণ করে ৷ প্রার্থীর পোশাক ছিড়ে দেয় ৷ প্রার্থী কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আসেন ৷ ওই পরিবার মতিবুর রহমানের আত্মীয় ৷ তাই তিনি সেই বাড়ির বাথরুম ব্যবহার করেছিলেন ৷ পরিকল্পনা করেই আমাদের প্রার্থীকে হেনস্থা করে তৃণমূলের লোকজন ৷”

Leave a Reply

error: Content is protected !!