দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: গতকালই বাবা মুকুল রায়ের সঙ্গে ফিরেছেন তৃণমূলে। এ প্রসঙ্গে শুভ্রাংশু রায় বলেন, ‘আমাদের দুঃসময়ে বিজেপির কেউ খোঁজ নেয়নি। সেইসময় পাশে এসে দাঁড়িয়েছিল অভিষেক ব্যানার্জি। সবসময় পাশে থেকেছে অভিষেক। আর এখন আমার মাকে সুস্থ করে তোলাই আমার প্রথম লক্ষ্য। প্রসঙ্গত, মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায় বেশ কয়েকদিন ধরেই অসুস্থ রয়েছেন। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি। তাঁকে দেখতে গতকালই গিয়েছিলেন ফিরহাদ হাকিম এবং শান্তনু সেন। চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন ফিরহাদ হাকিম এবং শান্তনু সেন।
এ প্রসঙ্গে শুভ্রাংশু রায় জানান, ‘মা এখনও ভীষণ অসুস্থ রয়েছেন। চিকিৎসকরা সবসময় চেষ্টা করে চলেছেন সুস্থ করে তোলার। তবে দ্রুত মাকে সুস্থ করে তুলতে আরও ভালো চিকিৎসার জন্য চেন্নাইয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ বিষয়ে এখানকার চিকিৎসকদের মতও নেওয়া হচ্ছে। মাকে সুস্থ করে তুলতেই ব্যস্ত রয়েছি। দলবদল নিয়ে এখন কিছু বলতে পারব না।’
প্রসঙ্গত, অভিষেক ব্যানার্জি বেশ কয়েকদিন আগেই হাসপাতালে গিয়ে মুকুল রায়ের স্ত্রীকে দেখে এসেছিলেন। আর সেইসময় থেকেই অভিষেকের সঙ্গে সখ্যতা বাড়তে থাকে শুভ্রাংশু রায়ের। অভিষেক ব্যানার্জি বলেন, ‘সেইসময় নিছকই সৌজন্য সাক্ষাৎ হয়েছিল হাসপাতালে। রাজনীতি করতে হাসপাতালে যাইনি। আর মুকুল রায়ের স্ত্রী আমার মাতৃসমা। ছোটবেলা থেকে চিনি মুকুল রায়ের স্ত্রীকে। তিনি খুব স্নেহ করেন আমায়। পারিবারিক সম্পর্ক আমাদের। তাই হাসপাতালে গিয়েছিলাম।’