দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: হরিয়ানায় সম্প্রতি সম্পন্ন হওয়া ১৪৩ পঞ্চায়েত সমিতি এবং ২২টি জেলা পরিষদের নির্বাচনের ফল বেরিয়েছে রবিবার। তাতে বিজেপি পেয়েছে ৫৮টি আসন। ২৬টি আসন পেয়েছে কংগ্রেস। অন্য দিকে, আম আদমি পার্টিও ৬টি আসন পেয়ে হরিয়ানায় খাতা খুলেছে। নির্দলরা জয়ী হয়েছে ৯৫টি আসনে। আশাতীত ফল করেছে জননায়ক জনতা পার্টি (জেজেপি)। তারা পেয়েছে ১৪টি আসন। এ ছাড়া আইএনএলডি ৬টি আসন পেয়েছে। নির্দলরা প্রথম স্থান দখল করেছে। অন্য দিকে, দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট হতে হয়েছে বিজেপিকে।
HomeLatest Newsহরিয়ানা: পঞ্চায়েত ভোটে মুখ পুড়ল বিজেপির! নির্দল প্রার্থীদের জয়জয়কার, খাতা খুলল আম আদমি