Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

বিজেপি সরকারের দলিত প্রীতি! যোগীরাজ্যে টিউওয়েল ব্যবহার করায় দলিত প্রতিবেশীকে মারধরের অভিযোগ

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ফের আরও একবার প্রকাশ্যে বিজেপি সরকারের দলিত প্রীতি! যোগীরাজ্যে সরকারি টিউওয়েল ব্যবহার করার অপরাধে দলিত প্রতিবেশীকে লাঠি রড দিয়ে মারধরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দা জেলার তেন্ডুরা গ্রামে। অভিযোগ, শুক্রবার একদল লোক বান্দার তেন্ডুরা গ্রামে সরকারের বসানো একটি টিউবওয়েল ব্যবহার করতে বাধা দেয় আক্রান্তকে।

রামচন্দ্র রাইদাস নামে ওই আক্রান্তের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, বাধা না মানলে বেশ কয়েকজন মিলে লাঠি নিয়ে চড়াও হয় তাঁর উপর। বাড়ির জন্য জল আনতে গিয়ে তাঁদের আক্রমণে মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি। তার পর পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়।

আহত রামচন্দ্রকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি পরে পুলিশের কাছে অভিযোগ করেন, যাদব সম্প্রদায়ের লোকেরা এই কাণ্ড ঘটিয়েছে। মাস দুয়েক আগে এলাকায় বসানো একটি টিউবওয়েল থেকে জল নেওয়া নিয়ে ঝামেলা শুরু হয়েছিল। কিন্তু স্থানীয় প্রশাসনের মধ্যস্থতায় তখন এই সমস্যা মিটে যায়। এতদিন বাদে ফের শুরু হয়েছে বিবাদ।

 

Leave a Reply

error: Content is protected !!