Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

অস্বস্তিতে বিজেপি! প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে নদিয়ায় ১৭ জন জেলা পদাধিকারীর গণইস্তফা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: জেলার বেশিরভাগ কেন্দ্রেই প্রার্থী নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে বিজেপির অন্দরে। প্রার্থী পছন্দ না হওয়ায় বিজেপি কর্মী-সমর্থকরা পথ অবরোধ করেন ৷ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, ১৭ জন জেলার প্রথমসারির পদাধিকারী পদত্যাগপত্র জমা দিলেন জেলা সভাপতির কাছে। দলের সহ-সভাপতি, সম্পাদক, যুব মোর্চার নেতা-নেত্রী সহ ১৭ জনের পদত্যাগপত্র নদিয়া জেলা দক্ষিণের সভাপতি অশোক চক্রবর্তী হাতে তুলে দেওয়া হয় বলে সূত্রের খবর।

প্রার্থী ঘোষাণার সঙ্গে সঙ্গেই নদিয়া জেলার অধিকাংশ বিধানসভায় বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসে। প্রার্থী পছন্দ না হওয়ায় শান্তিপুরে টায়ার জ্বালিয়ে চলে জাতীয় সড়ক অবরোধ। রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে নদিয়া জেলা দক্ষিণের প্রধান কার্যালয় ভাঙচুর করা হয় । আগুন ধরিয়ে তালা বন্ধ করে দেওয়া হয় দলীয় কার্যালয়। ধানতলায় চলে রেল অবরোধ। কল্যাণীর প্রার্থী বহিরাগত এই অভিযোগ তুলে দিনভর আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। এবার বিক্ষোভ এতটাই চরম আকার ধারণ করল যে, ১৭ জন জেলা পদাধিকারী পদত্যাগ করলেন৷

যদিও এবিষয়ে বিজেপির কোনও নেতা-নেত্রী প্রকাশ্যে মুখ খুলতে চাননি। বিষয়টি নিয়ে জেলা সভাপতি অশোক চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও প্রতিক্রিয়া দেননি। রাজনৈতিক মহলের বক্তব্য, প্রার্থী নিয়ে নদীয়া জেলায় যে বিক্ষোভ দেখা দিয়েছে তা স্বাভাবিকভাবেই জেলা বিজেপিকে অস্বস্তির মধ্যে ফেলবে।

Leave a Reply

error: Content is protected !!