Friday, April 26, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

বুথে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকবে রাজ্যপুলিশও, তৃণমূলের দাবি মেনে সম্মতি কমিশনের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: অবশেষে তৃণমূলের দাবি মানল নির্বাচন কমিশন। বুথের ভিড় নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকবে রাজ্যপুলিশও, শনিবার এমনটাই জানাল নির্বাচন কমিশন। সূত্রের খবর, ভোটগ্রহণ কেন্দ্রের সার্বিক নিরাপত্তার ভার আধাফৌজের হাতে থাকছে ঠিকই। তবে ভোটদাতা স্থানীয় জনতার সঙ্গে জওয়ানদের যাতে কোনও ভাষাগত সমস্যায় পড়তে না হয়, মূলত সেই লক্ষ্যেই রাজ্য পুলিশকে বুথের দোরগোড়া পর্যন্ত প্রবেশাধিকার দেওয়া হচ্ছে।

বস্তুত, বুথের একশো মিটারের মধ্যে রাজ্য পুলিশকে পা ফেলতে দেওয়া হবে না, এমন কোনও সিদ্ধান্ত কমিশনের তরফে কখনওই নেওয়া হয়নি বলে জানিয়েছেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু। যদিও ইতিমধ্যেই এনিয়ে রাজনৈতিক দড়ি টানাটানি শুরু হয়েছে। বিরোধী দল বিজেপির দাবি, বুথে শুধুমাত্র আধাসেনাকেই নিয়োগ করতে হবে। যার বিরোধিতা করে দিল্লিতে কমিশনের দ্বারস্থ হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। ভাষাগত সমস্যার প্রসঙ্গ টেনে বুথে রাজ্য পুলিশ রাখার জোরালো দাবি জানিয়েছে তারা।

Leave a Reply

error: Content is protected !!