Thursday, September 19, 2024
Latest Newsদেশফিচার নিউজ

কৃষক নেতা রাকেশ টিকাইতের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রাজস্থানের আলওয়ারে কৃষক নেতা রাকেশ টিকাইতের কনভয়ে হামলার অভিযোগে পুলিশ অভিযুক্ত এক বিজেপি নেতাকে গ্রেফতার করল। ইট পাথর ছুঁড়ে কনভয়ের গাড়ির কাচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ।

জানা গেছে, শুক্রবার রাজস্থানের বনসুরে এক কৃষক সভায় যোগ দিতে যাচ্ছিলেন রাকেশ টিকাইত। মাঝপথে তারতারপুরের কাছে একদল লোক তাঁর কনভয় লক্ষ্য করে পাথর ছুঁড়তে আরম্ভ করে। পাথরে টিকাইতের গাড়ির কাচ ভাঙে। এমনকী কিছু দুষ্কৃতী টিকাইতকে উদ্দেশ্য করে কালিও ছোঁড়ে বলে অভিযোগ। তবে কনভয়ে থাকা পুলিশ টিকাইতকে নিরাপদে সেখান থেকে বার করে নিয়ে যায়। এই হামলার ঘটনা নিয়ে টিকাইত তাঁর টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেখানে তিনি এই হামলার পিছনে সরাসরি বিজেপিকে আক্রমণ করেছেন। এমনকী রাজস্থানের বিরোধী দলের নেতারাও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।

হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলওয়ারের মৎস্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি কুলদীপ যাদব–সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে কৃষক সভায় মঞ্চ থেকে হামলার ঘটনায় বিজেপিকে তীব্র আক্রমণ করেন টিকাইত। তিনি বলেন পাঞ্জাব এবং হরিয়ানায় বিজেপির যা অবস্থা হয়েছে, রাজস্থানেও তাই হবে।

Leave a Reply

error: Content is protected !!