Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

বাবরি ধ্বংস প্রকাশ্যে হয়েছিল, তাই এর পিছনে কোনও ষড়যন্ত্র নেই! দাবি করেছিলেন উমা ভারতি

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আজ ৬ ডিসেম্বর। গণতান্ত্রিক ভারতের জন্য এক লজ্জার দিন। আজকের দিনের ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল ঐতিহাসিক বাবরি মসজিদ। বাবরি মসজিদ ধ্বংসের মামলায় ফৌজদারি ষড়যন্ত্রে অভিযুক্ত বিজেপি নেত্রী উমা ভারতি ২০১৭ সালে খোলাখুলি দাবি করেছিলেন বাবরি মসজিদ ধ্বংসে কোনও ষড়যন্ত্র ছিল না।

তার মতে এটি সবার সামনে একটি ‛খোলাখুলি আন্দোলন’ ছিল, যা একে ধ্বংসের দিকে নিয়ে যায়। এমনকি তিনি সহ বিজেপির অন্যান্য নেতারাও সেই ধ্বংসের দিন সশরীরে উপস্থিত ছিল বলে শিকার করেন।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

মোদীর দলের এই নেত্রী সংবাদ মাধ্যমে বলেছিলেন, ‛৬ ডিসেম্বর ১৯৯২ সালে আমি অযোধ্যায় উপস্থিত ছিলাম, যা কোনও গোপন বিষয় নয়। কোটি কোটি বিজেপি কর্মী, লাখ লাখ কর্মকর্তা ও হাজার হাজার রাজনৈতিক নেতারা সেদিন অংশগ্রহণ করেছিল। এটি ছিল একটি উন্মুক্ত আন্দোলন। আমি এর মধ্যে কোনও ষড়যন্ত্র দেখছি না।’

ভারতি বলেন, তিনি বিশেষ সিবিআই আদালতে শুধুমাত্র সম্মান রক্ষার্থে হাজির ছিলেন। কিন্তু কেবলমাত্র ‛ঈশ্বরের কাছ থেকে পুরস্কারের প্রত্যাশা’ ছিল। বাবরি মসজিদ ধ্বংসে সামিল হওয়াকে দোষের জায়গায় না রেখে তিনি বলেন, ‛এটা ঈশ্বর সম্পর্কিত বিষয়, আমার মনে হয়, ঈশ্বরের উপরে বিশ্বাসের কারণেই আমি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গেই এই আন্দোলনে অবদান রাখতে পেরেছি। আমি এর জন্য নিজেকে দোষী মনে করি না।’

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!