নয়াদিল্লি, ১৯ আগস্ট: ফের বিতর্কিত মন্তব্য করলেন বিহারের বিজেপি বিধায়ক। বুধবার বিজেপি বিধায়ক হরি ভূষণ ঠাকুর বাচাউল বলেছেন, ‛ভারতে থাকতে ভয় পেলে আফগানিস্তানে চলে যান।’ তিনি আরও মন্তব্য করেছেন, ‛ভারতে এর কোনও প্রভাব পড়বে না কিন্তু যারা এখানে ভয় পাচ্ছেন, তারা ওখানে চলে যান। পেট্রোল-ডিজেলের অনেক কম দাম ওখানে… ওখানে গেলে বুঝতে পারবেন ভারতের গুরুত্ব কী।’ এমন মন্তব্যে দেশের সংখ্যালঘু সম্প্রদায়কেই আক্রমণ করেছেন বিজেপি নেতা, মনে করছেন বিরোধীরা।