Thursday, September 19, 2024
Latest Newsদেশফিচার নিউজ

করোনার টিকা আগে মোদী সহ বিজেপি নেতাদের নিতে হবে, একযোগে দাবি বিরোধীদের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আগামী সপ্তাহ থেকেই দেশে টিকাকরণের পরিকাঠামো প্রস্তুত বলে আগেই জানিয়ে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জান‌িয়েছেন, চূড়ান্ত অনুমতি পেয়ে যাওয়ার দশ দিনের মধ্যেই টিকাকরণ শুরু করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। গত রবিবারই সেই অনুমতি দেওয়া হয়। ফলে মনে করা হচ্ছে, ১৩ জানুয়ারিই হয়তো দেশজুড়ে শুরু হয়ে যাবে টিকাকরণ। কিন্তু সবার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি নেতাদের করোনা ভ্যাকসিন নেওয়া উচিত। তারপর তা দেশের বাকিদের দেওয়া হোক। এমনই আরজি জানালেন আরজেডি নেতা তেজপ্রতাপ যাদব সহ একাধিক নেতার।

তেজপ্রতাপের কথায়, ‘‘আগে প্রধানমন্ত্রী কোভিড-১৯ ভ্যাকসিন নিন। তারপর আমরাও নেব।’’ ক’দিন আগেই বিহারের কংগ্রেস নেতা অজিত শর্মাও এমনই দাবি জানিয়েছিলেন। তাঁর মতে, মোদী-সহ বিজেপির নেতারা আগে ভ্যাকসিনের ডোজ নিলে দেশবাসীদের আত্মবিশ্বাস বাড়বে। এবার সেই সুরেই সুর মেলালেন রাজ্যের বিরোধীপক্ষের এই নেতা।

উল্লেখ‍্য, কদিন আগে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ভ্যাকসিনকে ‘বিজেপির ভ্যাকসিন’ বলে কটাক্ষ করেছিলেন। তার দলের আরও এক নেতা বলেছিলেন মোদী সরকারকে বিশ্বাস নেই। করোনা টিকার মাধ্যমে মানুষকে বন্ধাত্ব করতে পারে। যদিও তাদের অভিযোগ প্রত‍্যাখান করে দিয়েছেন বিজ্ঞানীরা। সব মিলিয়ে টিকাকরণ শুরুর আগেই বিরোধীদের সম্মিলিত সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে গেরুয়া শিবিরকে।

Leave a Reply

error: Content is protected !!