দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : একটা কুকুর মরলেও আমরা শোক করি। কিন্তু আড়াইশ কৃষক মারা যাওয়ার পরেও কেউ কিছু বলছেন না। বুধবার এক বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে এমনই বলেছেন মেঘালয়ের রাজ্যপাল তথা বিজেপি নেতা সত্যপাল মালিক। তিনটি কৃষি আইনের বিরুদ্ধে দিল্লিতে কৃষক আন্দোলন চলছে ১০০ দিনের বেশি সময় ধরে। এদিন সরাসরি আন্দোলনের পক্ষে মুখ খুললেন মেঘালয়ের রাজ্যপাল। একইসঙ্গে তিনি কড়া ভাষায় বিজেপির সমালোচনা করেন।
তাঁর ধারণা, কৃষক আন্দোলনের জেরে উত্তরপ্রদেশ, রাজস্থান এবং হরিয়ানায় মোদীর দলের জনসমর্থন রীতিমতো হ্রাস পাবে। সত্যপাল মালিক জানান, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কৃষক আন্দোলন নিয়ে কথা বলেছেন। তাঁর কথায়, “কৃষকদের খালি হাতে ফিরিয়ে দেওয়া ঠিক নয়। সরকারের অবিলম্বে তাঁদের সঙ্গে আলোচনা শুরু করা উচিত।”