Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

কাশ্মীরের ভোটেও হারল বিজেপি! জয়ের পথে ফারুখ আবদুল্লার নেতৃত্বাধীন জোট

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জম্মু-কাশ্মীরের জেলা উন্নয়ন পরিষদের (ডিডিসি) নির্বাচনেও হেরে গেল বিজেপি। মোট ২৮০ আসনের মধ্যে ২৭৩ আসনের ফল ঘোষণা হয়ে গিয়েছে। বিজেপি পেয়েছে ৭৪টি আসন। ফারুখ আবদুল্লার নেতৃত্বাধীন গুপকর জোট পেয়েছে ১১০টি আসন।

জম্মু-কাশ্মীর মিলিয়ে ডিডিসি-র ২৮০টি আসনে ২৮ নভেম্বর থেকে শুরু হয়েছিল ভোট। মোট আট দফায় ভোট হয়েছিল। কড়া নিরাপত্তার মধ্যে সোমবার থেকে ভোট গণনা শুরু হয়। এখনও পর্যন্ত ঘোষিত আসনের মধ্যে ফারুখ আবদুল্লার গুপকর জোট পেয়েছে ১১০টি আসন। ২৫ আসন পেয়েছে কংগ্রেস। ১২ আসন গিয়েছে আপনি পার্টির দখলে।

Leave a Reply

error: Content is protected !!