দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লোকসভা ভোটের আগে দলের বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়ে আচমকাই ইস্তফা দিলেন গুজরাতের বিজেপি বিধায়ক কেতন ইনামদার। জানালেন, আত্মমর্যাদা আগে। বরোদার সাভলির তিন বারের বিধায়ক কেতন। মঙ্গলবার সকালে স্পিকার শঙ্কর চৌধরির কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন বিধায়ক।