দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিপাকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! রবিবার অন্ধ্রপ্রদেশের পালনাডুর চিলাকালুরিপেটে একটি নির্বাচনী সমাবেশে যান মোদী। অভিযোগ, মোদী ওই সমাবেশে গিয়েছিলেন ভারতীয় বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটের প্রচারের জন্য সরকারি পরিবহণ, যন্ত্র বা নিরাপত্তারক্ষী ব্যবহার করা যাবে না। এই বিধি লঙ্ঘনের জন্য ১৯৭৫ সালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে শাস্তির মুখে পড়তে হয়েছিল। মোদীকে কোনও শাস্তি দেবে কি কমিশন? অপেক্ষায় গোটা দেশ।