Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

ওয়াকফ সম্পত্তির উপর বিজেপির পার্টি অফিস! ‛গুঁড়িয়ে’ দেওয়া হতে পারে বোর্ডের নির্দেশে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মুসলিমদের ওয়াকফ সম্পত্তির ওপর বিজেপির পার্টি অফিস! এমনই অবাক করা কাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য। সম্প্রতি জলপাইগুড়ি পৌরসভা এলাকায় মুসলিমদের ওয়াকফ সম্পত্তির উপর জেলা পার্টি অফিস তৈরি করেছে বিজেপি। সূত্রের খবর, এই পার্টি অফিস তৈরির জন্য তৃণমূল পরিচালিত পুরো বোর্ড অনুমোদন দিয়েছে।

বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত এই খবর দেখে টনক নড়ে পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের। দীর্ঘ কয়েকদিন ধরে তদন্ত করেও, ঐ সম্পত্তির তত্বাবধায়ক খুঁজে পাওয়া যায়নি বলে জানান বোর্ডের চেয়ারম্যান আব্দুল গনি। তিনি বলেন, জলপাইগুড়ির যে সম্পত্তির উপর বিজেপি পার্টি অফিস করেছে, তার কোন তত্বাবধায়ক নেই। বিজেপির দাবি, ঐ ওয়াকফ সম্পত্তি নাকি কোন এক ব্যক্তির কাছ থেকে তারা ক্রয় করেছে। কিন্তু কে সেই ব্যক্তি, যে ওই সম্পত্তি কে বিক্রয় করতে পারলেন?

এ বিষয়ে জলপাইগুড়ি জেলার সংখ্যালঘু উন্নয়ন আধিকারিকের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে ওয়াকফ বোর্ড। বোর্ডের চেয়ারম্যান আব্দুল গনি জানিয়েছেন, সেই রিপোর্ট হাতে এলেই আমরা তদন্তে নামব। ওয়াকফ সম্পত্তি দখল হবে, বা সেই সম্পত্তি বোর্ডকে না জানিয়ে কেউ বিক্রি করবে এমনটা হতে পারে না। চেয়ারম্যান আব্দুল গনি দাবি করেছেন, জলপাইগুড়ি বর্তমান পুরো প্রশাসক জানিয়েছেন, বিজেপিকে পার্টি অফিসের ভবন করার জন্য যে অনুমোদন দেওয়া হয়েছে তা বাতিল করা হবে।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!