Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

কেন্দ্রের বিরুদ্ধে ধর্মঘটের মাঝেই বিজেপির মিছিল, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্ৰেফতার কৈলাস, অগ্নিগর্ভ তারাতলা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: যখন মোদী সরকারের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন ও ধর্মঘটে নেমেছে, ঠিক তখন নিজেদের প্রচারের জন্য মিছিল বের করে বিজেপি। এরপর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপি নেতা কর্মীরা। মুহুর্তেই অগ্নিগর্ভ হয়ে কলকাতার তারাতলা। গ্রেফতার করা হয় বিজেপের রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। পুলিসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কৈলাস বিজয়বর্গীয় অভিযোগ করেছেন, পুলিস শাসকের দলদাসে পরিণত হয়েছে। সেকারণেই বিজেপির ঘোষিত কর্মসূচিতেও বাধা দেওয়া হচ্ছে।

তারাতলায় বিজেপি কর্মীদের কর্মসূচিতে যোগ দিতে গিয়ে গ্রেফতার হলেন কৈলাস বিজয়বর্গীয়। তাঁর নেতৃত্বেই মিছিল হওয়ার কথা ছিল তারাতলায়। মাঝেরহাট ব্রিজ খোলার দাবিতে প্রতিবাদ মিছিল করার ঘোষিত কর্মসূচি ছিল বিজেপির। তার আগেই পুলিস তাদের মিছিল আটকে দেয়। পরিস্থিতি যখন অগ্নিগর্ভ তখন ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। মিছিলে সামিল হওয়ার আগেই পুলিস তাঁকে গ্রেফতার করে।

 

Leave a Reply

error: Content is protected !!