দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে মুখ থুবড়ে পড়ল মোদীর দল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। এই ভোটে কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে গেরুয়া ব্রিগেড। শেষ খবর পাওয়া পর্যন্ত যা ব্যবধান দাঁড়িয়েছে তাতে স্পষ্ট, ছাত্র সংসদের সব পদে বিপুল ভোটে জিতছে বামেরা।
শুক্রবার জেএনইউ-তে ভোটগ্রহণ করা হয়। মোট ভোট পড়ে ৫৭৬২টি। ভোটদানের হার ৬৭.৯ শতাংশ। শনিবার বিকালের দিকে গণনা শুরু হয়। প্রাথমিক ফলে দেখা যাচ্ছে ছাত্র সংসদের চারটি শীর্ষ পদেই দখল নিয়েছে চারটি বামপন্থী সংগঠন। আর বাম ছাত্রদের এই লড়াইয়ের অন্যতম মুখ বাংলার ঐশি ঘোষ।
এসএফআই-ডিএসএফ-এআইএসএ-এআইএসএফ- চার বামপন্থী জোটের প্রার্থীরা বড় ব্যবধানে জয় পেয়েছে। এবিভিপি কিছু পদে দ্বিতীয় স্থান দখল করলেও, বাকি পদগুলিতে তৃতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হয়েছে। অন্যদিকে, গেরুয়া ব্রিগেডের তুলনায় ভালো শতাংশ ভোট পেয়েছে বাপসা-ফ্রাটারনিটি জোট।
শনিবার ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই সাধারণ সম্পাদক, সভাপতি, যুগ্ম সভাপতি সহ সব পদে এগোতে থাকে বামেরা। সভাপতি পদে এসএফআইয়ের হয়ে লড়েন দুর্গাপুরের ঐশি। তাঁর জ্বালাময়ী বক্তৃতা এবং স্লোগান দেওয়ার ধরণ বাম মহলে জনপ্রিয়তা পেয়েছে। তাহলে কী কানহাইয়া কুমারের উত্তরসূরী পেল জেএনইউ? এই প্রশ্নই উঠছে।