Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

কোকেন কাণ্ডে এবার অনুপম হাজরা ও শঙ্কুদেব পাণ্ডাকে তলব, চাপে বিজেপি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যে পামেলা গোস্বামীর বয়ানের ভিত্তিতে লালবাজারের গোয়েন্দারা বিজেপি নেতা রাকেশ সিং এবং তাঁর সঙ্গী জিতেন্দ্র সিংকেও গ্ৰেফতার করে। এবার পামেলা গোস্বামীর বয়ানের ভিত্তিতে লালবাজারের গোয়েন্দারা নোটিশ পাঠাল বিজেপি নেতা অনুপম হাজরা ও শঙ্কুদেব পাণ্ডাকে।

পুলিশ সূত্রে খবর, কোকেন সহ বিভিন্ন নিষিদ্ধ মাদক সম্পর্কিত বেশ কিছু তথ্যের হদিশ পেতে কলকাতা পুলিশের গোয়েন্দারা কথা বলতে চাইছে অনুপম হাজরা ও শঙ্কুদেব পাণ্ডার সঙ্গে। একুশের ভোটের আগে মাদক কাণ্ড নিয়ে রাজনৈতির প্রতিহিংসার কথা বলছেন বিজেপি নেতৃত্ব।

অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কোকেন কাণ্ড নিয়ে নিশানা করছেন বিজেপিকে। মাদক মামলা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে বাম–কংগ্রেস সব রাজনৈতিক দলই।

Leave a Reply

error: Content is protected !!