Saturday, July 27, 2024
Latest Newsদেশফিচার নিউজ

প্রয়াত বিজেপি নেতা যশবন্ত সিং, শৌচাগারে পড়ে গিয়ে ৬ বছর আচ্ছন্ন ছিলেন কোমায়

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দীর্ঘ রোগভোগের পরে প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা যশবন্ত সিং। বয়স হয়েছিল ৮২ বছর। ২০১৪ সালের ৭ অগস্ট নিজের বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে জ্ঞান হারান তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তিনি গভীর কোমায় আচ্ছন্ন হন। চিকিৎসকদের অনেক চেষ্টাতেও এই অবস্থা থেকে তাঁকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। রবিবার সকালে তাঁর প্রয়াণ হয়।

বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এই নেতা ১৯৮০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সংসদে সক্রিয় ভাবে উপস্থিত থেকেছেন।
প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন যশবন্ত, যার মধ্যে ছিল অর্থ, বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রক। ১৯৯৮-৯৯ সালে তিনি যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে দিল্লির মসনদ বিজেপি-র হাতছাড়া হলে তিনি রাজ্য সভার বিরোধী দলনেতার ভূমিকাও পালন করেন।

 

 

Leave a Reply

error: Content is protected !!