Sunday, April 21, 2024
দেশফিচার নিউজ

এনআরসির মাধ্যমে বিজেপি মুসলিমদের তাড়াতে চেয়েছিল : তরুণ গগৈ

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এনআরসি ইস্যুতে বিজেপি সরকারকে একহাত নিলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের প্রবীণ নেতা তরুণ গগৈ। অসমে ক্ষমতাসীন বিজেপিকে টার্গেট করে তিনি বলেছেন, এনআরসির মাধ্যমে ওরা মুসলিমদের তাড়াতে চেয়েছিল।

এনআরসি ইস্যুতে বিজেপির ভূমিকা সম্পর্কে তরুণ গগৈ বলেন, ‘ওরা একবার বলছে এনআরসি’র কথা, একবার বলছে নাগরিকত্ব সংশোধনী বিলের কথা। ওরাই চায়নি যে একটা ঠিকঠাক এনআরসি প্রকাশিত হোক। কারণ, ওরা মুসলিমদের তাড়াতে চেয়ে এটা করেছিল। কিন্তু মুসলিমদের নাম থাকল আর হিন্দুদের নামই বাদ চলে গেল।’

Leave a Reply

error: Content is protected !!