দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: পাচলা ও উদয়নারায়ণপুরের পর এবার রায়দিঘির বিজেপি প্রার্থী নিয়েও অসন্তোষ। হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন কর্মীরা। অফিসে ঢকার সময় কর্মীদের বিক্ষোভের সম্মুখীন হন মুকুল রায়, অর্জুন সিংহরা। রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েই টিকিট মিলেছে বলে অভিযোগ করেন বিজেপি কর্মীরা। যার ফলে সেই প্রার্থীকে মেনে নিতে পারছেন না পুরনো কর্মীরা। আর সেই জন্য বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা।
উল্লেখ্য, প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে রাজ্য জুড়েই বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেছে। বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী পেশ হতেই শুরু হয়ে গিয়েছে বিক্ষোভ। প্রার্থী পছন্দ না হওয়ায় হাওড়া গ্রামীণ এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। উলুবেড়িয়ার মনসাতলায় দলের জেলা কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টাও হয়। বিজেপির কর্মী সমর্থকদের অভিযোগ, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্বজনপোষণ, দুর্নীতি, কারচুপি হয়েছে। শুধু উলবেড়িয়ার মনসাতলাই নয়, পাঁচলার গঙ্গাধরপুর, রানিহাটির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালান বিক্ষুব্ধ বিজেপি সমর্থকরা।