Thursday, March 28, 2024
Latest Newsদেশফিচার নিউজ

ফের নতুন করে ১৩ টি বিমানবন্দর ও ৩ রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা বিক্রি করতে চলেছে মোদী সরকার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ফের নতুন করে ১৩ টি বিমানবন্দর ও ৩ রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা বিক্রি করতে চলেছে মোদী সরকার। দ্বিতীয়বার কেন্দ্রে ক্ষমতায় এসেই বেসরকারিকরণে জোর দিয়েছে মোদী সরকার। এক এক করে দেশের সব বিক্রি করেই চলেছে বিজেপি সরকার। এবার দেশের প্রতিরক্ষা ক্ষেত্রের অগ্রণী তিনটি রাষ্ট্রায়ত্ত সংস্থা গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE), BEML লিমিটেড এবং মিশ্র ধাতু নিগম লিমিটেডে কেন্দ্রীয় সরকার তার অংশিদারিত্ব কমিয়ে আনার বিষয়ে চিন্তাভাবনা করছে। সোমবার সংসদে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রীপাদ নায়েক। উল্লেখ্য, মাথার উপরে বিলগ্নিকরণের খাঁড়া ঝুলতে থাকা এই তিনটি রাষ্ট্রায়ত্ত সংস্থাই লাভজনক এবং সরকারি খাতায় ‘মিনি রত্ন’ তকমা পাওয়া।

এদিকে, বেসরকারীকরণের জন্য আরও ১৩ টি বিমানবন্দর বাছাই করা হয়েছে । বিমান পরিবহন মন্ত্রক দিল্লি , মুম্বই , বেঙ্গালুরু এবং হায়দরাবাদ বিমানবন্দরের মধ্যে থেকে এএআইয়ের অংশীদারিত্ব বিক্রি করতে মন্ত্রিসভার অনুমোদন নেবে। শীঘ্রইই মন্ত্রিসভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব পেশ করা হবে । বর্তমানে এই চারটি বিমানবন্দর বেসরকারী ক্ষেত্রের সাথে যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে।

সম্প্রতি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে শোনা গিয়েছে, ব্যবসা-বাণিজ্যে উৎসাহ দিলেও সরাসরি ব্যবসা করা সরকারের কাজ নয়। ফলে চারটি স্ট্যাটিজিক ক্ষেত্রের হাতে গোনা কয়েকটি সংস্থা ছাড়া বাকি সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বেসরকারিকরণের স্বপক্ষে প্রধানমন্ত্রীর যুক্তি ছিল, ‘সরকার নিজে যখন কোনও ব্যবসায় নামে তখন তা লোকসানের মুখ দেখে। কারণ সরকার নিয়মের জালে বাঁধা। তাছাড়া বাণিজ্যিক দিক থেকে দৃঢ় পদক্ষেপ নেওয়ার মতো হিম্মতও সরকারের মধ্যে দেখা যায় না।’

কেন্দ্রের ব্যাঙ্ক বেসরকারিকরণের নীতির প্রতিবাদে আজ, ১৫মার্চ থেকে দেশজুড়ে ২ দিনের ধর্মঘট শুরু করেছেন ব্যাঙ্কের শ্রমিক এবং কর্মচারীরা। তার মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রের ৩ ‘রত্ন’কে বেসরকারিকরণের পথে ঠেলে দেওয়ার মোদী সরকারের পরিকল্পনার বিষয়টি সামনে এল।

 

Leave a Reply

error: Content is protected !!