দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিজেপির ফাঁকা জনসভার ছবি শেয়ার করে পদ্ম শিবিরকে খোঁচা দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান। তৃণমূল কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ছবি শেয়ার করা হয়। যেখানে কার্যত ‛ফাঁকা’ মাঠে বিজেপির সভামঞ্চের পাশে বেশ কিছু চেয়ার পাতিয়ে রাখতে দেখা যায়। সেই ছবি শেয়ার করেই পদ্ম শিবিরকে খোঁচা দেন নুসরত জাহান। তিনি লেখেন, বিজেপি-র ‛পাওরি হো র্যাহি হ্যায়’।
pawri ho rahi hai! 😂 https://t.co/2fcjxW4LXM
— Nusrat Jahan Ruhi (@nusratchirps) February 24, 2021