Thursday, March 28, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

বর্ধমানে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে ধুন্ধুমার, জেলা অফিস ভাঙচুর, সাসপেন্ড ৩ দাপুটে নেতা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বর্ধমানে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ ধুন্ধুমার কান্ড। ভাঙচুর করা হল নবনির্মিত জেলা কার্যালয়। যার জেরে ৩ দাপুটে নেতাকে সাসপেন্ড করল বিজেপি। জানা গেছে, গত মাসে বিজেপির জেলা কার্যালয়ে দলের দুই গোষ্ঠীর সংঘর্ষ ধুন্ধুমার আকার নেয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলের বর্ধমান সদর সাংগঠনিক জেলার সভাপতিসহ চোদ্দ জনকে শোকজ করেছিল দল। এরপর তিন কর্মীকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল রাজ্য কমিটি।

স্মৃতিকান্ত মন্ডল, উত্তম চৌধুরী ও সাগ্নিক শিকদার নামে তিন কর্মীকে এক বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। গতকালই দলের জেলা সভাপতির পদ থেকে সন্দীপ নন্দীকে সরিয়ে দিয়েছে দল। তাঁর জায়গায় নতুন জেলা সভাপতি হয়েছেন অভিজিৎ তা। এই ঘটনা নিয়ে যখন জেলার রাজনীতি সরগরম ঠিক তখন আদি বিজেপির কর্মী হিসেবে পরিচিত এই তিন জনকে সাসপেন্ডের চিঠি ধরালো দল।

বিধানসভা নির্বাচনের মুখে পূর্ব বর্ধমান জেলায় দলের গোষ্ঠী কোন্দলে অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। দলের মধ্যে বর্তমান কর্মীদের সঙ্গে আদি বিজেপি কর্মীদের সংঘাত বারেবারেই প্রকাশ্যে আসছে। দলে তাদের কোনও রকম গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলে গত  ২১ জানুয়ারি বর্ধমানের দলের জেলা কার্যালয় পর্যবেক্ষকের সঙ্গে দেখা করতে এসেছিলেন আদি বিজেপি কর্মীরা। তার জেরে জেলা কার্যালয়ে ধুন্ধুমার কান্ড ঘটে। নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। দুপক্ষের মধ্যে ব্যাপক ইট-পাথর বৃষ্টি হয়। একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বেশ কয়েকটি মোটরবাইকে ভাঙচুর চালানো হয়। বিশাল পুলিশবাহিনী গিয়ে বেশ কিছুক্ষন চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

error: Content is protected !!