Monday, February 24, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

রাজ্যে করোনা ছড়াতে বিজেপির প্লান! ফাঁস হোয়াটসঅ্যাপ চ্যাট

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: একে করোনায় রক্ষে নেই। তার উপর এসে হাজির হয়েছে ইয়াস। দুইয়ের মাঝে পড়ে আম আদমির নাভিশ্বাস ওঠার জোগাড়। আর এই পরিস্থিতিতেই নোংরা রাজনীতি করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। পুরুলিয়া বিজেপির কোর কমিটির একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে নাকি বলা হয়েছে, ‘‌প্রশাসনের ত্রাণ শিবির বা স্কুলগুলিতে বেশি করে লোক ঢুকিয়ে দাও। ফলে করোনা হবে। সরকারও ফাঁসবে।’‌ বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর এই নির্দেশে সম্মতি দেন পুরুলিয়ার বিজেপি সাংসদ তথা দলের রাজ্যের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। এই গ্রুপের কথোপকথন স্ক্রিন শটের মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে এর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।

বুধবার দুপুর থেকেই পুরুলিয়ায় রটে যায় ত্রাণ শিবিরে গেলেই ঘরের জন্য টাকা মিলবে। তার ফলে যাঁদের পাকা বাড়ি, তাঁরাও দুর্যোগ মোকাবিলায় স্কুলের ত্রাণ শিবিরে আসতে শুরু করেন। যদিও পুলিশ এটিকে মিথ্যে রটনা বলেই জানিয়েছে। এরপরই হোয়াটসঅ্যাপ গ্রুপে এই কান্ড। যদিও পুরুলিয়া জেলা বিজেপি জানিয়েছে, এটি সম্পূর্ণ মিথ্যে।

 

দলের জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেছেন, ‘‌পুরোটাই ফেক।’‌ তিনি তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে আইনি পরামর্শ নেওয়ার কথা বলেছেন। অভিযোগ অস্বীকার করেছে পুরুলিয়া জেলা তৃণমূল। দলের জেলা সভাপতি গুরুপদ টুডু বলেন, ‘‌ওদের নোংরা রাজনীতি প্রকাশ্যে চলে এসেছে।’‌ পুরুলিয়া জেলা প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।

ভাইরাল হওয়া স্ক্রিন শটের কথোপকথনে বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলছেন, ‘‌সবাই ঘর পারে, এই বলে যত বেশি সম্ভব লোক স্কুলগুলিতে ঢুকিয়ে দাও। যত বেশি লোক একসঙ্গে থাকবে, তত করোনা হবে। আর সরকার বিপদে পড়বে।’‌ বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলছেন, ‘‌সেন্ট্রালকে বলে আমি মিডিয়াতে দেওয়ার ব্যবস্থা করব। কর্মীদেরকে বলে দেব বেশি করে ফটো ও ভিডিও তুলে রাখতে।’ বিজেপির এই নোংরা রাজনীতির বিরুদ্ধে তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যও সরব।

 

Leave a Reply

error: Content is protected !!