Thursday, March 28, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

ঝড় আসার আগেই ক্ষয়ক্ষতির হিসাব করে ফেলেছিলেন মুখ্যমন্ত্রী, খোঁচা দিলীপ ঘোষের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ঘূর্ণিঝড়ের দাপট কমতেই রাজ্য সরকারকে নিশানা বিজেপির। কোথায় কত ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য দিক রাজ্য সরকার, এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি এও দাবি করেন, বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী ক্ষতির প্রাথমিক যে বিবরণ দিয়েছেন, তা বিশ্বাসযোগ্য নয়। রীতিমতো কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি এদিন বলেন, ‘ঝড় আসার আগেই মনে হয় কত ক্ষয়ক্ষতি হয়েছিল তা ঠিক করে রাখা হয়েছিল।’

বুধবার তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী বলছেন ১৩৪ টি বাঁধ নাকি ভেঙে গিয়েছে। জানি না এই হিসাব কোথা থেকে পেয়েছেন। আর আয়লার পরে বাঁধ আদৌ কতটা মেরামত হয়েছিল তা জানা নেই। যদি কাজই হত তাহলে এত বাঁধ ভাঙল কী করে? তাঁর প্রশ্ন, আমফানের পর যে বলা হয়েছিল ম্যানগ্রোভের চারা লাগানো হবে, আদৌ কি তা হয়েছে?

 

যদিও এদিন মমতার এক মন্তব্যের প্রশংসা করেন তিনি। গতকাল কেন্দ্রের তরফে কেউ ফোন করেছিল কি না নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন তিনি বলেন, ‘এটা প্রাকৃতিক দুর্যোগ। কেন্দ্র-রাজ্য সংঘাত হিসাবে এই সময় দেখা উচিত নয়। রাজ্য-কেন্দ্রীয় এজেন্সি একসঙ্গে কাজ করেছে।’ মমতা ব্যানার্জির এহেন বক্তব্যে খুশি বিজেপি রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ বলেন, ‘উনি সমন্বয় চান জেনে ভাল লাগছে।’ দিলীপ ঘোষ এদিন বলেন, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিজে পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছেন। বিজেপির কর্মী, বিধায়করা ইতিমধ্যেই বিপদসঙ্কুল এলাকার মানুষদের আশ্রয় শিবিরে নিয়ে গিয়েছেন। খাবারেরও ব্যবস্থা করেছেন। কত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা দলীয় পর্যায়ে পর্যালোচনা করার পর কেন্দ্রীয় নেতৃত্বকে এই বিষয়ে জানাব।

 

Leave a Reply

error: Content is protected !!