দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অমিত শাহের ভার্চুয়াল জনসভা একেবারেই ফ্লপ। আমরা তথ্য দিয়েই দেখাচ্ছি কেন ফ্লপ?
আজ জনসভা শেষ হওয়ার পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ইউটিউবে ৪০ হাজার লোক জনসভা দেখেছেন। দিলীপ ঘোষের মন্তব্যের পর বেলা ১২টা ৩২ মিনিটে ইউটিউব ঘেঁটে দেখা গেল বিজেপির ভার্চুয়াল জনসভা দেখেছেন ২৯ হাজার জন। দিলীপ ঘোষ বলেছেন, ঘরে বসে সংবাদমাধ্যমে অনেকে দেখেছেন। সে তো এমনিতেই সাংবাদিক বৈঠক মানুষ দেখেন।
এই ভার্চুয়াল সভায় ৭০ হাজার এলইডি স্ক্রিন লাগানো হবে বলে দাবি করেছিল বিজেপি, তার বদলে অনেক জায়গায় দেখা গেল পাতি পর্দা। ৭৮ হাজার বুথে নাকি জনসভা দেখানোর ব্যবস্থা ছিল। তাই যদি হয় তাহলে ফেসবুকে বেলা ১২টা ৩৬ অবধি মাত্র ৮ লাখ ৯৬ হাজার ভিউ কেন?
টেকনোলজিই ধরিয়ে দিল বিজেপির মিথ্যাচার!