Friday, April 19, 2024
ইতিহাস

ফাঁসির আগে ৯ জুন জেলেই খাদ্যে বিষ প্রয়োগ করে হত্যা করা হয় বিরসা মুন্ডাকে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আজ ৯ জুন। আদিবাসী নেতা, সমাজ সংস্কারক স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার ১২০তম শহীদ দিবস। ঔপনিবেশিক সাম্রাজ্যের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন। তাঁর নেতৃত্বে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়েছিলেন হাজার হাজার যুবক। দিনটি উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

বিরসা মুন্ডা ছিলেন একজন মুন্ডা আদিবাসী এবং সমাজ সংস্কারক। ব্রিটিশ শাসকদের অত্যাচারের বিরুদ্ধে তিনি আদিবাসী মুন্ডাদের সংগঠিত করে মুন্ডা বিদ্রোহ সূচনা করেছিলেন। ১৫ নভেম্বর ১৮৭৫ সালে তৎকালিন বিহার বর্তমান ঝাড়খন্ড রাজ্যের রাচির উলিহাতু গ্রামে জন্ম গ্রহণ করেন তিনি।

বাল্যকাল থেকেই তিনি সমাজের প্রতি ও ব্রিটিশ শাসক দ্বারা অত্যাচারিত হওয়া মানুষজনকে নিয়ে চিন্তিত থাকতেন।
বিরসা মুন্ডার নেতৃত্বে ১৮৯৯-১৯০০ সালে ‘মুন্ডা বিদ্রোহ’ সংগঠিত হয়। রাচির দক্ষিণাঞ্চলে সৃষ্ট এই বিদ্রোহকে মুন্ডারি ভাষায় বলা হয় ‘উলগুলান’। যার অর্থ ‘প্রবল বিক্ষোভ’। এই বিদ্রোহের মূল লক্ষ্য ছিল মুন্ডা রাজ ও স্বাধীনতা প্রতিষ্ঠা।

বিদ্রোহের পরে বিরসা সহ তাঁর শতাধিক সঙ্গী গ্রেপ্তার হন। বিচারে বিরসা মুন্ডা ও ধৃত অন্য দুজনের ফাঁসির হুকুম হয়, ১২ জনের দ্বীপান্তর এবং ৭৩ জনের দীর্ঘ কারাবাস হয়। ফাঁসির আগের দিন ৯ই জুন ১৯০০ সালে রাঁচি জেলের অভ্যন্তরে খাদ্যে বিষ প্রয়োগের ফলে তাঁর মৃত্যু ঘটে। এই মহান স্বাধীনতা সংগ্রামের বীরত্বকে আজও শ্রদ্ধার সাথে স্বরণ করে দেশবাসী।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!