দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর র্যালি ঘিরে রক্তাক্ত দিল্লির রাজপথ। এদিন সকাল আটটা বাজতে না বাজতেই রাজপথের দখল নেন কৃষকরা। সিংঘু সীমান্তে ভাঙল পুলিশের ব্যারিকে়ড। পাঁচ হাজার কৃষকের জমায়েতের কাছে রীতিমতো অসহায় দেখাল দিল্লি পুলিশকে। বেলা গড়াতে সঞ্জয়গান্ধী নগরের কাছে মিছিল আসতে কাঁদানে গ্যাসও ছুড়ল দিল্লি পুলিশ। বিক্ষোভস্থলে মৃত্যু হয় এক কৃষকের। পুলিশের গুলিতে ওই কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন ক্ষোভরত কৃষকরা। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে দিল্লি পুলিশ। পুলিশের দাবি, ট্র্যাক্টর উলটে ওই কৃষকের মৃত্যু হয়েছে।