Latest Newsদেশফিচার নিউজ

ভাগলপুরে শতাধিক শ্রমিক-সহ মাঝগঙ্গায় উল্টে গেল নৌকা, উদ্ধার ১ মৃতদেহ, নিখোঁজ বহু

ছবি- ANI

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: শতাধিক যাত্রী-সহ মাঝগঙ্গায় উল্টে গেল নৌকা, নদীতে বড়সড় দুর্ঘটনার সাক্ষী বিহারের ভাগলপুরের নওগাছিয়া এলাকা। ঘটনায় এখনও পর্যন্ত ১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বহু যাত্রীর এখনও কোনও খোঁজ মেলেনি বলে জানা গিয়েছে।

এদিন সকালে নদীর অন্য পাড়ে ভুট্টা খেতে কাজ করতে যাচ্ছিলেন মজুর ও কৃষকেরা। মাঝনদীতে নৌকাটি উলটে যায়। পাড়ে থাকা লোকজন দ্রুত উদ্ধারে নামেন এবং প্রাথমিকভাবে ৩০ জনকে প্রাণে বাঁচান। এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও খোঁজ মেলেনি অনেকের। ঘটনার কথা ছড়িয়ে পড়ার পর নদীতীরে প্রচুর মানুষকে ভিড় করতে দেখা যায়।

ভাগলপুরের জেলাশাসক জানাচ্ছেন, এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ অন্তত সাতজন। এপর্যন্ত ৯ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী তথা SDRF। অনেককে হাসপাতালে ভরতি করা হয়েছে।

 

Leave a Reply

error: Content is protected !!