সাংবাদিক সাংঘাতিক
আমিরুল মোমেনীন মানিক
১১৫.০০, কালো প্রকাশনী
‛সাংবাদিক সাংঘাতিক’ বইটিতে সাহিত্য, সঙ্গীত ও সংবাদকর্মী আমিরুল মোমেনীন মানিক সাংবাদিকতা পেশার ঘাত-প্রতিঘাত, উত্থান-পতন ও নানা অসঙ্গতি তুলে ধরেছেন। সাংবাদিকদের নিয়ে সমাজের নেতিবাচক ধারনাকেও তিনি সামনে এনেছেন দারুণভাবে। নিজে একজন পেশাদার সাংবাদিক হবার কারণে বাস্তব অভিজ্ঞতার আলোকেই লিখেছেন এই বই।
বইটি ঘিরে লেখক বেশ কিছু প্রশ্ন ছুঁড়েছেন পাঠক মহলে। প্রশ্নগুলো এরকম – সাংবাদিক কখন সাংঘাতিক হন? বিভিন্ন পত্রিকা ও টিভির কিছু সংখ্যক জেলা প্রতিনিধি বেতন না পেয়েও গাড়ি নিয়ে চলেন, কিভাবে সম্ভব? কতিপয় সাংবাদিকের প্রশ্রয়ের কারণে বন্ধ হচ্ছেনা অনিয়ম, কারা তারা? রাজনীতি করা ছাড়া সাংবাদিকতার পরিচয় কেনো মূল্যহীন হয়ে পড়েছে? টেলিভিশনের টকশো এখন পরিণত হয়েছে ক্যাশবাক্সে, কেনো?
‘সাংবাদিক সাংঘাতিক’ বইটি প্রকাশ করেছে কালো প্রকাশনী। বিক্রয় মূল্য ১১৫ টাকা। সহজ ভাষা ও উপমা সমৃদ্ধ এ বইটি ভালো লাগবে সবশ্রেণির পাঠকের।
– সামাউল্লাহ মল্লিক (সাংবাদিক)