Friday, March 29, 2024
Latest Newsদেশফিচার নিউজ

৩১.৭৭ কোটি মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠাল সরকার, দেখে নিন কে কত টাকা পেল?

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় গোটা দেশে ৩১.৭৭ কোটি মানুষের অ্যাকাউন্টে মোট ২৮২৫৬ কোটি টাকা পাঠিয়েছে কেন্দ্র সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের দফতরের এক আধিকারিক ট্যুইটে সোমবার এই বিষয়ে জানিয়েছেন এখনও পর্যন্ত কত মানুষের অ্যাকাউন্টে কোন স্কিম অনুযায়ী কত টাকা ট্রান্সফার করা হয়েছে।

১৯.৮৬ কোটি মহিলার জনধন অ্যাকাউন্টে সরকারের তরফে ৫০০ টাকা ট্রান্সফার করে দেওয়া হয়েছে৷ কেন্দ্র সরকার এখানে এখনও পর্যন্ত ৯৯৩০ কোটা টাকা খরচা করেছে৷

NSAP অনুযায়ী, ২.৮২ কোটি মানুষের অ্যাকাউন্টে ১৪০০ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে৷ এতে প্রবীণ নাগরিক, বিধবা মহিলা ও বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা সামিল রয়েছে৷ এদের প্রত্যেকের অ্যাকাউন্টে ১০০০ টাকা ট্রান্সফার করেছে সরকার৷

এই মোট টাকার মধ্যে ১৩৮৫৫ কোটি টাকা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার প্রথম ইনস্টলমেন্ট হিসেবে দেওয়া হয়েছে৷ ৬.৯৩ কোটি কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা পাঠানো হয়েছে ৷

 

অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।

আমাদের খবরাখবর ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ লাইক করে পাশে থাকুন

Leave a Reply

error: Content is protected !!