Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

ব্রেকিং: রাজ্যে লোকাল ট্রেন চালাতে প্রস্তুত রেল, চিঠি দিল নবান্নকে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাজ্যে লোকাল ট্রেন চালানোর বিষয়ে আলোচনা চেয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে রেল। ওই চিঠি পৌঁছেছে নবান্নে। বলা হয়েছে, লোকাল ট্রেন চালানোর বিষয়ে রাজ্যের সঙ্গে আলোচনা চায় রেল কর্তৃপক্ষ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কবে সেই আলোচনা হতে পারে তার সম্ভাব্য দিনক্ষণও জানতে চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বিধি মেনে লোকাল ট্রেন চালাতে রেল প্রস্তুত। তবে রাজ্য সরকার রাজি হলে তবেই সেটা সম্ভব। এদিকে সাধারণ মানুষের মধ্যে প্রবল ভাবে দাবি উঠতে শুরু করেছে, লোকাল ট্রেন চালানো শুরু করা হোক। নাহলে বিস্তর দুর্ভোগে পড়তে হচ্ছে। উল্লেখ্য, মার্চের ২৫ তারিখ থেকে বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। আনলক পর্বের শুরু থেকে ধাপে ধাপে দূরপাল্লার ট্রেনের সংখ্যা বাড়লেও সাধারণের জন্য লোকাল ট্রেন আপাতত কারশেডেই আটকে।

 

Leave a Reply

error: Content is protected !!