দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিয়ের কার্ডের মাধ্যমেই এক নতুন ধরনের প্রতিবাদ করলেন পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মহম্মদ আলিফ। তাঁর বিয়ের কার্ডের খামের উপরে লেখা রয়েছে নো ‘নো সিএএ, নো এনআরসি’। কেশপুরের মুগবসানে বাড়ি মহম্মদ আলিফের।
ইংরেজিতে স্নাতক মহম্মদ আলিফ কেরোসিনের ডিলার। পাত্রী হাসিনা মমতাজের বাড়ি পশ্চিম মেদিনীপুরেরই ঘুরাচক, আঙ্গুয়ায়। তাঁদের বিয়ের কার্ডের খামের উপরে রোমান হরফে ছাপানো হয়েছে ‘নো সিএএ, নো এনআরসি’। তাঁদের বিয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি।
মহম্মদ আলিফের কথায়, ‛এমন সময় আমার বিয়ে হচ্ছে, যখন দেশ জুড়ে জাতীয় নাগরিকপঞ্জির বিরোধিতা চলছে। তাই বিয়ের কার্ডে ‘নো সিএএ, নো এনআরসি’ লিখে প্রতিবাদ জানাচ্ছি যাতে আত্মীয় পরিজনদের কাছে এই প্রতিবাদের কথা সহজে পৌঁছে দেওয়া যায়।’
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন