Sunday, December 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

দুর্নীতির নতুন উদাহরণ! বিহারে উদ্ধোধনের আগেই ভেসে গেল ব্রিজ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সবে মাত্র শেষ হয়েছে ব্রিজ তৈরির কাজ। অপেক্ষা ছিল উদ্ধোধনের। কিন্তু সেই ব্রিজ দিয়ে আর চলাচল করতে পারলেন না মানুষ। কারণ তার আগেই জলে ভেসে গেল ব্রিজ।

জানা গেছে, ১.৪১ কোটি টাকা খরচে বিহারের কিষাণগঞ্জ জেলার গোবাবাড়িতে কঙ্কই নদীর উপর নির্মাণ করা হয়েছিল সেই ব্রিজ। গত বছর সেপ্টেম্বর মাসে ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছিল। বছরখানেকের মধ্যে ব্রিজ নির্মাণের কাজও শেষ হয়ে যায়। কিন্তু ব্রিজ উদ্ধোধন হওয়ার আগেই ভেসে গেল। দিনকয়েকের মধ্যেই সেটি উদ্বোধন হওয়ার কথা ছিল। স্থানীয় লোকজন অভিযোগ করেছেন, ব্রিজ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল। সেই জন্যই এমন বিপর্যয়। ফলে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। তার উপর ওই এলাকার বিস্তীর্ণ অঞ্চল এখন জলের তলায়। প্রশাসনের কোনো কর্তার খোঁজ নেই।

স্থানীয়রা বলছেন, এই ব্রিজ নির্মাণ হলে ছটি এলাকার মানুষ উপকৃত হবেন। যদিও স্থানীয় প্রশাসন বলছে, বর্ষার নদীর জলের স্রোত বেশি হওয়ায় ব্রিজ ভেঙে পড়েছে। তবে প্রশাসনিক কর্তারাও মেনে নিয়েছেন, গত এক মাস ধরে নদীর বিপদসীমার উপর দিয়ে বইছে।

 

 

Leave a Reply

error: Content is protected !!