Saturday, July 27, 2024
Latest Newsদেশফিচার নিউজ

‘‌ভাবিজি পাঁপড়’‌ খেয়ে কেউ সুস্থ হয়নি, বিজেপিকে খোঁচা শিবসেনার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে সরকার গঠন করার পর থেকেই বিজেপির সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে এক সময়ের জোট সঙ্গী শিবসেনার। বিভিন্ন বিষয়ে মোদী সরকারকে দিন–রাত খোঁচা দিচ্ছে শিবসেনা। এবার সংসদে দাঁড়িয়ে বিজেপিকে একহাত নিলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত।

তাঁর কথায়, মহারাষ্ট্রে সংক্রমণ নিয়ন্ত্রণে এনেছে। বিশেষত ধারাভির মতো বস্তিতেও করোনা নিয়ন্ত্রণে। সেই নিয়ে প্রশংসা করেছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। রাজ্য এত লোক সুস্থ হয়েছে। ‘‌ভাবিজির পাঁপড়’‌ খেয়ে তাঁরা সুস্থ হননি। এত কিছুর পরেও বিরোধীরা সরকারের দিকে আঙুল তুলে চলছে। আমি জিজ্ঞেস করতে চাই, কীভাবে এতজন সুস্থ হয়ে উঠল?‌ মানুষ কি ভাবিজির পাঁপড় খেয়ে সুস্থ হল?‌ এভাবেই তীব্র খোঁচা দিলেন রাউত।

জুলাই মাসে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অর্জুন রাম মেঘওয়াল দাবি করেছিলেন, ‘‌ভাবিজির পাঁপড়’‌–এ করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য অ্যান্টিবডি তৈরির ক্ষমতা রয়েছে। পরে অবশ্য মেঘওয়াল নিজেই করোনায় আক্রান্ত হন। মেঘওয়ালের ওই মন্তব্যের জন্যই তাঁকে এক হাত নিলেন এবার রাউত।

 

 

Leave a Reply

error: Content is protected !!