দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক:
গরুপাচারকাণ্ডে বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমারকে গ্ৰেফতার করল সিবিআই। টানা ৭ ঘণ্টা ধরে ম্যালাথন জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়।
সিবিআই সূত্রে খবর, ‘একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন বিএসএফ অফিসার’। তদন্তে সহযোগিতা না করায় গ্রেফতার করা হয়। এই প্রথম কাউকে গরুপাচারকাণ্ডে গ্রেফতার করল সিবিআই। আগেই সতীশ কুমারের সল্টলেকের বাড়িতে তল্লাশি হয়। গরুপাচারকাণ্ডে এনামুল হকের সঙ্গে যোগসাজশের অভিযোগ।
সিবিআইয়ের এফআইআরে প্রথম নাম রয়েছে সতীশ কুমারের। ‘গরুকে বাছুর দেখিয়ে কম দামে নিলামের চক্র চালাত সে। কম টাকায় গরু কিনে সীমান্তের ওপারে পাচার করত সতীশ।’ তার বিরুদ্ধে গরু পাচারচক্রে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে।