নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কাঁথি: রাজনৈতিক বিবাদ ভুলে কাঁথিতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান সিএএ-এনআরসি বিরোধী নাগরিক মঞ্চের। আজ এক সাংবাদিক সম্মেলন থেকে নাগরিক মঞ্চের নেতৃত্বরা বার্তা দেন, অল্প বিস্তর বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কাঁথিতে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এর আগেও কাঁথির মানুষ হিসাবে আমরা নির্বাচন কেন্দ্রীক হিংসা হতে দেই নি। আমরা সবক্ষেত্রেই সচেতনতার পরিচয় দিয়েছি এবং এর আগেও আমরা প্রমাণ করেছি শান্তি ও সম্প্রীতির পক্ষে সহবস্থানে বিশ্বাসী কাঁথির মানুষ। খুবই পরিতাপের সঙ্গে আমারা লক্ষ করছি, নির্বাচন পরবর্তী সময়ে কাঁথি শহরে হিংসার বাতাবরণ তৈরী হচ্ছে, যা কোন ভাবেই কাঙ্খিত নয়। আামাদের দৃঢ় বিশ্বাস কাঁথির মানুষে হিসাবে আমরা সকলেই ব্যথিত হয়েছি। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, শিক্ষক প্রতিত মন্ডল, বিশিষ্ট সমাজসেবী শেখ ইসরাইল আলি, মানবাধিকার কর্মী শেখ খালিদ আলি, শিক্ষক শেখ লীদ আলি প্রমুখ।
নেতৃত্বরা বলেন, রাজনৈতিক দলের কাছে আমাদের আবেদন, আপনারা সাধারণ মানুষের কাছে ভোট চেয়ে বেড়িয়েছেন সেহেতু জনগণের শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব ও আপনাদের নিতে হবে। অন্যথায় এর দায়ভার আপনাদের উপর বর্তাবে। আমরা প্রশাসনকে বলবো রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে নিরপেক্ষতার সহিত নিজেদের দায়িত্ব পালন করুন এবং এলাকায় শান্তি বজায় রাখুন।
তারা আরও বলেন, আমারা সাধারন মানুষ কে বিশেষ ভাবে আবেদন জানাই আমাদের ভোটপর্ব শেষ হয়েগেছে তাই নতুন করে আমরা কেউ যেন অযথা রাজনৈতিক বিতর্কে না জড়াই। সম্প্রদায়গত বিভাজন তৈরী করে এমন আলোচনা আমরা যেন পরিহার করি। কোন ধরনের সমস্যা হলে বাইরের মানুষের আশ্রয় না নিয়ে, নিজ এলাকায়তেই বিশিষ্ট মানুষদের নিয়ে বিবাদ মিটিয়ে ফেলা। অন্যথায় প্রশাসনের সহযোগিতা নেওয়া। আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন কোন ভাবে বিশৃঙ্খলায় জড়িয়ে না পড়ি। আমাদের একটা ভুল পদক্ষেপ যেন জনজীবনে বিপর্যয়ের কারন না হয়ে দাঁড়ায় শান্তীকামী প্রতিটি কাঁথিবাসি মানুষেরই দায়িত্ব নিজ এলাকায় শান্তি বজায় রাখা এবং প্রশাসনের উপর ভরসা রাখা।