Friday, March 29, 2024
Latest Newsদেশফিচার নিউজ

ক্ষমতা হারাচ্ছে কেজরিবাল? কেন্দ্রের বিতর্কিত দিল্লি বিলে সিলমোহর রাষ্ট্রপতির

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিরোধীদের তীব্র বাগ-বিতণ্ডার পরও আগেই লোকসভা ও রাজ্যসভার ছাড়পত্র পেয়ে গিয়েছিল দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের ক্ষমতাবৃদ্ধির উদ্দেশে আনা কেন্দ্রের বিতর্কিত বিল৷ দিল্লির অরবিন্দ কেজরিবাল সরকারের উপর চাপ আরও বাড়িয়ে এ বার তা আইনে পরিণত হয়ে গেল৷ হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেই সেই বিলে স্বাক্ষর করে তাকে আইনে পরিণত করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ এ বার কবে এই আইন বাস্তবায়িত হবে তা ঘোষণা করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷

অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ তাঁর বাইপাস অপারেশন হওয়ার কথা রয়েছে৷ সেই হাসপাতাল থেকেই রবিবার দিল্লির বিতর্কিত কেন্দ্রীয় বিল দ্য গভর্মেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধনী) বিল, ২০২০১-এ সই করলেন রাষ্ট্রপতি৷

গত বুধবার বিরোধীদের তীব্র বাগ-বিতণ্ডার মধ্যেই রাজ্যসভায় পাশ হয় এই বিল৷ বিল পাশ হওয়া রুখতে রাজ্যের ভোটের ব্যস্ততার মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশে দিল্লি ছুটে যান তৃণমূলের রাজ্যসভার সাংসদরা৷ বিভিন্ন রাজ্যের ভোট মেটা পর্যন্ত এই বিল নিয়ে সংসদে আলোচনা স্থগিত রাখার আর্জি জানিয়েছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন৷ তবে এতে লাভের লাভ কিছু হয়নি৷

বিলটি রাজ্যসভায় পাশ হয়ে যায়৷ অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল৷ এই বিলের দ্বারা দিল্লিতে আরও বেশি ক্ষমতা পাবেন লেফটেন্যান্ট গভর্নর৷ বিলটি রাজ্যসভায় পাশ হওয়ার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিবাল।

অরবিন্দ কেজরিবালের অভিযোগ, দ্য গভর্মেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধনী) বিল পাশ হওয়ার অর্থ দিল্লির মানুষের অপমান৷ ভোট দিয়ে ক্ষমতায় যাদের আনা হয়েছিল, তাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেবে এবং যারা হেরে গেছে তাদের হাতে ক্ষমতা তুলে দেবে ওই বিল৷

Leave a Reply

error: Content is protected !!