Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে আইএএস পরীক্ষার্থী সুলেমানের, দায় শিকার করল যোগীর পুলিশ

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : উত্তরপ্রদেশে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে চলতে থাকা আন্দোলন থামাতে গুলি চালিয়েছিল পুলিশ। প্রথম থেকেই একথা অস্বীকার করে এলেও এই প্রথম উত্তরপ্রদেশ পুলিশ স্বীকার করল গুলি চালিয়েছিল পুলিশ। নাগরিকত্ব আইন নিয়ে শুক্রবার নতুন করে হিংসা ছড়িয়ে পড়ে উত্তরপ্রদেশের নানা এলাকায়, যার মধ্যে অন্যতম ছিল বিজনৌর। পুলিশ জানিয়েছে যে, শহরে নিহত দুই বিক্ষোভকারীদের মধ্যে একজন, পুলিশের গুলিতেই মারা গিয়েছিল। বিজনৌরের পুলিশ প্রধান জানান, আত্মরক্ষার জন্য একজন কনস্টেবল ২০ বছর বয়সী সুলেমানকে লক্ষ্য করে গুলি চালায়।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

মৃত সুলেমানের পরিবার জানিয়েছে সিভিল সার্ভিস প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সুলেমান এবং প্রতিবাদের সঙ্গে তাঁর কোনও যোগসূত্রই ছিল না। সুলেমানের ভাই শোয়েব মালিক বলেন, ‛আমার ভাই নামাজ পড়তে গিয়েছিল। গত দু’দিন ধরে তাঁর জ্বর ছিল। ও আমাদের বাড়ির কাছে যে মসজিদ সেখানে যায়নি। ও অন্য মসজিদে গিয়েছিল। মসজিদ থেকে বেরোতেই ও দেখে বাইরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটাচ্ছে, ব্যাপক লাঠিচার্জ চলছে। পুলিশ তাকে ধরে নিয়ে গুলি করে মেরে ফেলে।’ উল্লেখ্য, রাজ্যে ১৫ জন মানুষ মারা গিয়েছেন এবং তাদের মধ্যে বেশিরভাগ গুলির আঘাতেই প্রাণ হারিয়েছেন।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!