Saturday, April 20, 2024
Latest Newsদেশফিচার নিউজ

নাগরিকত্ব আইনের প্রতিবাদ করায় সমাবর্তনে ঢুকতে বাধা, সোনার মেডেল ফেরালেন ছাত্রী

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইনের প্রতিবাদ করায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বক্তৃতার সময় সমাবর্তন অনুষ্ঠানে ঢুকতে দেওয়া হল না পুদুচেরি বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশনের ছাত্রী রাবেহা আবদুর রহিমকে। এই ঘটনার প্রতিবাদে নিজের সোনার মেডেল প্রত্যাখ্যান করেছেন ওই ছাত্রী। স্নাতকোত্তরে ভাল ফল করার দরুণ সোনার মেডেল পাওয়ার কথা ছিল তাঁর।

পুলিশ সূত্রে খবর, অনুষ্ঠান চলাকালীন রাবেহা নাগরিকত্ব আইন বিরোধী স্লোগান তুলতে পারেন এমন সম্ভাবনা নাকি ছিল। রাষ্ট্রপতির সামনে সমাবর্তন অনুষ্ঠানে যাতে কোনও অশান্তি না হয় সেই জন্যই হলের বাইরে বের করে দেওয়া হয় রাবেহাকে। রাষ্ট্রপতি চলে যাওয়ার পর সমাবর্তন অনুষ্ঠানে ঢোকার অনুমতি পান রাবেহা। ভিতরে গিয়ে নিজের সার্টিফিকেট নেন তিনি। তবে প্রত্যাখ্যান করেন সোনার মেডেল।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

রাবেহার অভিযোগ, পুলিশের স্পেশ্যাল সুপারিন্টেনডেন্ট তাঁকে ডেকে বলেন, ‛আপনার সঙ্গে কিছু কথা আছে। বাইরে আসুন।’ ছাত্রীর দাবি এরপর প্রায় ঘণ্টাখানেক হলের বাইরেই দাঁড়িয়ে ছিলেন তিনি। তবে তাঁর সঙ্গে কথা বলতে আসেননি কোনও পুলিশকর্মী। কেন তাঁকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না এই প্রশ্ন করায় অন্য এক পুলিশকর্মী বলেন, সঠিক কারণ তাঁদের জানা নেই। তবে এসএসপি এমনটাই চেয়েছেন।

রাবেহার কথায়, ‛গোটা ব্যাপারটায় ভীষণ অপমানিত হয়েছি আমি। তাই সোনার মেডেল ফিরিয়ে দেওয়াটাই আমার প্রতিবাদের ভাষা। আশা করি কেন্দ্রের কাছে আমার এই বার্তা পৌঁছবে।’ রাবেহা এও বলেন যে, এখন গোটা দেশ জুড়ে যা হচ্ছে, বিশেষ করে ছাত্রসমাজের প্রতি যেসব ঘটনা ঘটছে সেইসবের প্রতিবাদেও নিজের গোল্ড মেডেল ফিরিয়ে দিয়েছেন তিনি।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!