Tuesday, April 16, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

‘টুম্পা সোনা’ কাণ্ডে ৫ পড়ুয়ার ক্যাম্পাসে ঢোকা নিষিদ্ধ করল কলকাতা বিশ্ববিদ্যালয়

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সরস্বতী পুজোর দিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ‘টুম্পা সোনা’ গানের তালে কিছু ছাত্র-ছাত্রীর উদ্দাম নাচে শুরু হয়েছিল বিতর্ক। সেই ঘটনায় কড়া পদক্ষেপ নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই অনুষ্ঠানের আয়োজক হিসেবে পাঁচ জন পড়ুয়াকে চিহ্নিত করে তাদের দু’বছরের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্যাম্পাসে ঢোকা নিষিদ্ধ করা হল।

ঘটনা সামনে আসার পরেই কর্তৃপক্ষ একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটি তদন্ত করে তাদের রিপোর্ট জমা দিয়েছে ও প্রয়োজনীয় সুপারিশও করেছে। আজ বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ১৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে যে ঘটনা ঘটেছে তার তদন্তের জন্য তৈরি কমিটির রিপোর্ট গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৬ ফেব্রুয়ারি কয়েক জন মিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও অনুমতি ছাড়া ক্যাম্পাসের মধ্যে কিছু অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানের মধ্যে বেশ কিছু গান বা নাচ হয়েছে যা খুবই নিম্নমানের ও তা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও সংস্কৃতি নষ্ট করেছে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যে সময় করোনা আবহে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ, যখন শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে আসছে না, সেই সময় ক্যাম্পাসের মধ্যে এই ধরনের অনুষ্ঠান বরদাস্ত নয়।

সরস্বতী পুজোর দিন দুপুরে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে দেখা যায় জেবিএল বক্সে তারস্বরে বাজছে ‘টুম্পা সোনা’। আর তাতে উদ্দাম নাচছেন ছাত্রছাত্রীরা। যা নিয়ে তীব্র সমালোচনা করেন শিক্ষাবিদদের অনেকে। শিক্ষাবিদ অমল সরকার বলেন, “বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় কলকাতা। কত সম্মান জড়িয়ে রয়েছে। আজকে আনন্দের নামে যা ঘটাল তৃণমূল ছাত্র পরিষদ তা নিন্দার ভাষা নেই। বিশ্ববিদ্যালয়ের সম্মান ভূলুন্ঠিত হল আজ।”

Leave a Reply

error: Content is protected !!