দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ভোট বড় বালাই। দেশের পাঁচ রাজ্যে ভোট চিত্রে উঠে আসছে নানান আজব ছবি। আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটারদের মন জয় করার জন্য প্রার্থীরা নতুন নতুন পদ্ধতির পথ বেছে নিচ্ছেন হামেশাই। এবার আরামবাগের বিজেপি প্রার্থী মধুসূদন বাগ যা করলেন, তাতে তাজ্জব অনেকেই। ভোট প্রচারে বেড়িয়ে তিনি দেখতে পান, গ্রামের এক মহিলা ঘুঁটে দিচ্ছেন। তিনি যে আরামবাগের মানুষের কতটা কাছের, তা বোঝাতেই সেই মহিলার সঙ্গেই ঘুঁটে দিতে শুরু করেন তিনি। হকচকিয়ে যান দলের কর্মীরাও। কিন্তু এখানেই থেমে থাকেননি বিজেপি প্রার্থী। গ্রামের একটি বাড়িতে গরু দেখা মাত্রই দুধ দুইতে বসে পড়েন তিনি, খড়ও কাটেন। সেই ছবিই এখন সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল।
আরামবাগে নিঃসন্দেহে এবার টাফ ফাইট। বিজেপি যখন মধুসূদন বাগকে প্রার্থী করেছে, তৃণমূল সেখানে প্রার্থী করেছে সদ্য বিজেপি থেকে তৃণমূলে ফেরা, তথা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-এর স্ত্রী সুজাতা খাঁ’কে। আরামবাগ এলাকা হাতের তালুর মতো চেনেন সুজাতা। তাই প্রচারে কোনও ফাঁক রাখতে চাইছেন না মধুসূদন বাবু। আর সেই সূত্রেই ঘুঁটে দেওয়া থেকে শুরু করে দুই দোয়ানো – বাদ রাখছেন না কিছুই।
তবে, এই চিত্র শুধু বাংলায় নয়, ভোটের তামিলনাড়ুতেও দেখা মিলেছে এমন ধরনেরই আজব কাণ্ডকারখানার। ভোটপ্রার্থী নিজেই মাটিতে রীতিমতো থেবড়ে বসে কেচে দিলেন জনতা জনার্দনের জামা-কাপড়! সোমবার নির্বাচনী প্রচারে বেড়িয়ে এআইডিএমকে প্রার্থী থাঙ্গা কাথীরবন প্রকাশ্যে জনতার জাম-কাপড় ধুতে শুরু করে দেন। একইসঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, ‘নির্বাচনে জিতলে এলাকার সবার বাড়িতে দেওয়া হবে একটি করে ওয়াশিং মেশিন।’ তামিলনাড়ু নির্বাচনে অবশ্য এরকম উদাহরণ খুব একটা নতুন নয়। একটা সময় ভোটারদের টেলিভিশনও দেওয়া হয়েছিল রাজনৈতিক দলের তরফ থেকে।