দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : তবলীগ জামাত নিয়ে বিতর্ক অব্যাহত। তাকে কেন্দ্র করে অভিযোগ ও পাল্টা অভিযোগেও ছেদ নেই। বস্তুত, তবলীগের নামে মুসলিমদের বিরুদ্ধে বৈষম্যের একাধিক অভিযোগ এসেছে কর্নাটক থেকে।
‘স্বরাজ অভিযান’-এর সদস্য জারিন তাজ ও তাঁর পরিবার গরিবদের খাদ্য বিতরণ করার সময় এক দক্ষিণপন্থী নেতা তাঁকে বাধা দেন বলে অভিযোগ। সেই নেতার অভিযোগ ছিল, ‘তাজ ভাইরাস ছড়াবেন বলেই রাস্তায় নেমে খাবার বিলি করছেন।’ অথচ তাঁর সঙ্গে তবলীগের যোগ নেই।