Friday, March 29, 2024
Latest Newsদেশফিচার নিউজ

ট্রেনের পর এবার রেলস্টেশন বেসরকারি হাতে দেওয়ার পথে মোদী সরকার, জানালেন রেলমন্ত্রী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এক-একটা বিভাগ ব্যক্তিগত মালিকানায় হস্তান্তর করে ভারতীয় রেলকে ধীরে ধীরে বেসরকারিকরণের দিকে নিয়ে যেতে চলেছে কেন্দ্রের মোদী সরকার। ১৫১টি প্যাসেঞ্জার ট্রেনকে বেসরকারি হাতে তুলে দেওয়ার পর এবার কেন্দ্রীয় সরকারের নয়া পরিকল্পনা রেল স্টেশনগুলিকে ঘিরে। এবার স্টেশনগুলিকেও বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার ভাবনা কেন্দ্রের।

সোমবার রেলমন্ত্রী পীযূষ গোয়েল এমনই কথা জানিয়েছেন। শহরের বণিকসভার এক অনুষ্ঠানে রেলমন্ত্রী জানিয়েছেন, রেল বেসরকারিকরণের ক্ষেত্রে অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছে। তাই এবার স্টেশনগুলির কথা ভাবা হচ্ছে। তিনি জানান, প্রথমে স্টেশনগুলির আধুনিকীকরণ করা হবে। তারপর সেগুলি তোলা হবে নিলামে। একইসঙ্গে তিনি জানান, ফ্রেট করিডর তৈরির কাজও দ্রুত শেষ করা হবে। কোভিড মহামারী না হলে এতদিনে এই কাজ শেষ হয়ে যেত।

তবে মন্ত্রীর এই কথায় সিঁদুরে মেঘ দেখছেন সকালেই। কারণ, রেলের মতো লাভজনক ক্ষেত্র বেসরকারি হাতে দিলে তা সাধারণ মানুষের ওপর বোঝা যেমন হয়ে দাঁড়াবে। তেমনি সরকারের পকেটে টাকা ঢুকলেও কর্মীদের কাজের নিশ্চয়তা থাকবে না। এর আগে রেলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, আগামী ২০২৩ সালের মধ্যে ১২টি ট্রেন বেসরকারি হাতে তুলে দেওয়া হবে। পরের আর্থিক বছরে তুলে দেওয়া হবে আরও ৪৫টি ট্রেন। ২০২৭ সালের মধ্যে মোট ১৫১টি ট্রেন যাবে বেসরকারি হাতে। ১০৯ জোড়া রুটে চলবে প্রাইভেট ট্রেন। বেসরকারি সংস্থাগুলি রেলে বিনিয়োগ করবে ৩০ হাজার কোটি টাকা। এর ফলে যেমন ট্রেন সময়ে চলবে, তেমনি উন্নত পরিষেবাও পাওয়া যাবে। এবার স্টেশনগুলিকে সেই পথে নিয়ে উন্নত পরিষেবা দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার, জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

 

ইতিমধ্যেই রেলমন্ত্রক থেকে নির্দিষ্ট করে জানানো হয়েছে, ২০২২-২৩ সালে ১২টি ট্রেন তুলে দেওয়া হবে বেসরকারি সংস্থার হাতে। এর মধ্যে শিয়ালদহ ও হাওড়ার একাধিক ট্রেন রয়েছে‌। সব মিলিয়ে মোট দেড়শো ট্রেন বেসরকারি হাতে যাবে, তার মধ্যে রয়েছে রাজ্যের প্রায় ১৫টি ট্রেন। যে ট্রেনগুলি বেসরকারি হাতে তুলে দেওয়া হবে, তার ৭০ শতাংশ তৈরি হবে ভারতে। তাদের সর্বোচ্চ গতি হবে ঘন্টায় ১৬০ কিলোমিটার। বেসরকারি ট্রেনগুলি সরকারি ট্রেনের সমান গতিতে কিংবা তার থেকে দ্রুত চলবে। তবে এই বেসরকারি ট্রেনগুলির চালক, গার্ড, কিংবা অন্য সব কর্মী হবেন সরকারি ক্ষেত্রের। আপাতত এই মডেলেই বেসরকারি ট্রেন চালাবে রেল। তবে স্টেশনের ক্ষেত্রে মডেল কী হবে, সেটা অবশ্য খোলসা করেননি রেলমন্ত্রী।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!