Tuesday, September 17, 2024
দেশফিচার নিউজ

সরকারি চাকরি হারাবে আরও মানুষ! ১৫০ ট্রেন ও ৫০টি স্টেশনকে বেসরকারিকরণ করছে রেল

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ১৫০টি ট্রেন ও ৫০টি স্টেশনের পরিচালনার দায়িত্ব বেসরকারি সংস্থাকে দেবে রেল মন্ত্রক। রেলমন্ত্রী ও নীতি আয়োগের মুখ্য কার্যকরী আধিকারিকের মধ্যে আলোচনা হয়েছে। রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অমিতাভ কান্ত রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভিকি যাদবকে চিঠি লিখে একথা জানান। মন্ত্রণালয় ঠিক করেছে, প্রথম স্তরে ১৫০টি ট্রেনের পরিচালনার দায়িত্ব বেসরকারি সংস্থাকে দেওয়া হবে।

নিজের চিঠিতে অমিতাভ কান্ত লেখেন, ৬টি বিমানবন্দরকে যেভাবে বেসরকারি হাতে দেওয়া হয়েছে, তেমনই এক্ষেত্রেও করতে হবে। এর আগে ৪০০টি রেলস্টেশনকে বেছে তাকে বিশ্বমানের করে তোলার পরিকল্পনা নেওয়া হলেও তা বেশ কয়েক বছরেও বাস্তবায়িত করা যায়নি। কেবল কয়েকটি ক্ষেত্রেই করা সম্ভব হয়েছে। চিঠিতে তিনি আরও লেখেন, তাঁর সঙ্গে রেলমন্ত্রীর বিস্তারিত আলোচনা হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!