দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু-সহ একাধিক তেলগু দেশম পার্টির নেতাকে গৃহবন্দি করেছে অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডির সরকার। পাশাপাশি টিডিপি-র জমায়েতের উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
তেলগু দেশম পার্টির বেশ কয়েকজন কর্মীকে খুন করেছে ওয়াইএসআর কংগ্রেসের বাহিনী। এমনই অভিযোগে রাস্তায় নেমে আন্দোলনের কর্মসূচি নিয়েছিল চন্দ্রবাবুর পার্টি। কিন্তু তার আগেই তাঁদের গৃহবন্দি করে দিয়েছে প্রশাসন।
গৃহবন্দি চন্দ্রবাবু ট্যুইট করে লিখেছেন, ‛আজ গণতন্ত্রের কালো দিন।’ তাই আজ রাত আটটা পর্যন্ত অনশন রাখার কথা ঘোষণা করেছেন তিনি। টিডিপি-র অভিযোগ, বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে স্বেচ্ছাচার চালাচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী। বিরোধী স্বরকে দমিয়ে রাখতে চাইছেন।
এদিকে অন্ধ্রপ্রদেশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনও ধরনের হিংসা এবং অশান্তি রুখতে তারা বদ্ধপরিকর। আগাম সতর্কতা হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যের স্বাভাবিক জনজীবনে যাতে তার আঁচ না লাগে।