Monday, October 7, 2024
খেলা

হ্যাটট্রিক করলেন লাউতারো মার্তিনেস, মেক্সিকোকে ৪ গোলে হারাল আর্জেন্টিনা

ছবি : ট্যুইটার

দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকোকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের মতো তারকাবিহীন দল নিয়েও এই বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। আজকের এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন লাউতারো মার্তিনেস। বাকি গোলটি করেন লিয়ান্দ্রো পারেদেস।

খেলার ১৭তম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন তরুণ ফরোয়ার্ড মার্তিনেস। মাত্র পাঁচ মিনিট পর আবারও গোলের দেখা পান তিনি। ৩৩তম মিনিটে পেনাল্টি থেকে একটি গোল করেন পারেদেস। খেলার ৪১তম মিনিটে নিজের তৃতীয় ও দলের চতুর্থ গোলটি করেন মার্তিনেস।

Leave a Reply

error: Content is protected !!