Sunday, February 23, 2025
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

সন্তান জন্মের হার তলানিতে! ৩ সন্তান নীতিতে ফিরল চিন, পাশ হল নয়া জন্ম নিয়ন্ত্রণ আইন

বেইজিং, ২০ আগস্ট: এ বার থেকে চিনের দম্পতিরা তিনটি করে সন্তানের জন্ম দিতে পারবেন। শুক্রবার চিনে পাশ হল নয়া জন্ম নিয়ন্ত্রণ আইন। গত মে মাসেই এই ঘোষণা করেছিল চিন সরকার। এ বার তা আইনে পরিণত হল।

তিন সন্তান নীতিতে ফিরে যাওয়ার পাশাপাশি নতুন আইনে বলা বয়েছে, সন্তানকে বড় করে তোলার কাজে আর্থিক সাহায্য করবে সরকার, মিলবে পর্যাপ্ত মাতৃত্বকালীন বা পিতৃত্বকালীন ছুটি এবং বাড়ানো হবে কর্মসংস্থানে মহিলাদের অধিকার। তবে তিন সন্তান নীতি লঙ্ঘনে দিতে হবে বড় অঙ্কের জরিমানা।

মে মাসের গোড়ায় প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গিয়েছে— চিনে সন্তান জন্মের হার তলানিতে। গত বছর ১ কোটি ২০ লক্ষ শিশু জন্মেছিল চিনে, ৫০-এর দশকের পর থেকে যা সব চেয়ে কম। দীর্ঘ কয়েক দশক ধরে কঠোর জন্ম নিয়ন্ত্রণ নীতি চালু ছিল। জন্মহার খুব দ্রুত গতিতে বেড়ে চলায় ১৯৬০-এর দশক থেকে ‘পরিবার পিছু এক সন্তান’ নীতি মেনে চলত চিন। ২০১৬ সালে ওই নীতি সামান্য হলেও শিথিল করেছিল সরকার। তখন সায় দেওয়া হয় দুই সন্তান নীতিতে।

 

 

Leave a Reply

error: Content is protected !!