Sunday, September 8, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

কুর্নিশ! থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর জন্য রক্ত দিলেন সিভিক ভলান্টিয়ার মোহাম্মদ নিয়াজ

বিশ্বজিৎ দাস, দৈনিক সমাচার, কলকাতা : করোনা ভাইরাসের ফলে গোটা দেশ স্তব্ধ। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরনো যাচ্ছেনা। এদিকে এলাকাভিত্তিক লকডাউন সফলভাবে পালন করার জন্য সিভিক ভলান্টিয়াররা রাস্তায় কাজ করছেন। এমনই এক সিভিক ভলান্টিয়ারের কাজ সকলের প্রশংসা কুড়োচ্ছে।

থ্যালাসেমিয়া আক্রান্ত ১১ বছর বয়সী এক রোগীর কুড়ি দিন অন্তর রক্তের প্রয়োজন হয়। শুক্রবার ছিল রক্ত দেওয়ার দিন। কিন্তু লকডাউনের দিনে বৃষ্টিতে মোটরবাইক নিয়ে বেরিয়ে ছেলের রক্তের জোগাড় করতে গিয়ে দুর্ঘটনায় পড়েন বাবা। দুর্ঘটনার পরে রক্তদান করে কী ভাবে ছেলের জন্য রক্ত নেবেন, এই চিন্তায় পড়া বাবার সহায় হল পুলিশই। রক্ত দিয়ে তাঁকে চিন্তামুক্ত করলেন হাওড়া ব্রিজ ট্র্যাফিক গার্ডের এক সিভিক ভলান্টিয়ার।

ঘটনাস্থল হাওড়ায়। হাওড়া ঘুসুড়ির বাসিন্দা শুভেন্দু ভক্ত শুক্রবার সকাল ১০টা নাগাদ বাইক নিয়ে বেরিয়েছিলেন ছেলের রক্ত আনতে। ব্লাড ব্যাঙ্কে নিজের রক্ত দিয়ে ছেলের জন্য ও-পজিটিভ রক্ত সংগ্রহের কথা ছিল তাঁর। কিন্তু প্রবল বৃষ্টির জেরে মোটর সাইকেলের চাকা পিছলে যাওয়ায় তিনি বাইক সহ পুলিশের গার্ডঢেলে ধাক্কা মেরে ছিটকে পড়েন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি রক্ত দেওয়ার মতো অবস্থায় তখন ছিলেন না।

পুলিশ সেই দুর্ঘটনাস্থলে ছুটে গিয়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশের কর্মী ও সিভিক ভলান্টিয়াররা শুভেন্দু বাবুকে রাস্তা থেকে তোলেন। সেই সময় পুলিশের কাছে রক্ত জোগাড় করার অনুরোধ জানান তিনি। তাঁর অনুরোধ শুনে নিজের রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসেন সিভিক ভলান্টিয়ার মোহাম্মদ নিয়াজ। সিভিক ভলান্টিয়ার শুভেন্দু বাবুকে নিয়ে সিআইটি রোড পদ্মপুকুরে একটি ব্লাড ব্যাংকে পৌঁছান। রক্তের বিনিময়ে শুভেন্দু বাবু ছেলের জন্য রক্ত নিয়ে বাড়ি ফিরে যান।

 

 

Leave a Reply

error: Content is protected !!